এখন আমি কম্পিউটার'এ , দেখছি পূজা মাউস নাড়িয়ে,
মিলিয়েছি মিসিসিপি-নর্মদার কুল ।
দেখতে তবু ইচ্ছে করে, নদীর পারে থম্কে দাঁড়িয়ে,
কেমন করে শারদ হাওয়ায় দুলছে কাশফুল ।।
আজ হাতে সবার অ্যান্ড্রয়েড ফোন্,
ফেস্বুকের সংযোগ অবিরাম অনুক্ষণ,
দূরের সবাইকে করলাম আপন,
পাশে ছিল যে, নিরবে গেল চলে, জানিনা কখন ।।
অ্যামাজন থেকে ই-বুক্ হাতছানি দেয়,
ভরছে মেমরি কার্ড, তবু কি যেন খালি করে নেয় !
ত্বড়িৎ বেগে ই-মেল পলে পলে হাজিরা জানায়,
এ যুগ আর প্রতীক্ষায়, বিনিদ্র প্রহর গুন্তে না চায় !
হে সাইবার মরুভূমির যাত্রী, পেরিয়েছ অনেক শুষ্ক বালুকারাশি
মরীচিকার পিছে ছুটে আর কোর নাকো ভুল ।
মরুদ্যান এই সোনার বাঙলা, ঘুঘু-ডাকা শ্রান্ত দুপুরবেলা,
ধুসর হওয়া মানিক-বিভুতি, সুকান্ত-নজরুল ।।
কয়লার এই মায়াঘেরা দেহ হয়ে যাবে ছাই,
প্রজাপতির মত রঙিন জীবন বৃথা কি তাই ?
"অমৃত কুম্ভের সন্ধানে" যদিও বা পথ হারাই
রাঙিয়ে যাব পাষান সিলিকন, করব খোদাই -
"কফি হাউসের আড্ডাটা", আর "তোমাকে চাই" ...
ঝক্ঝকে রাজপথ থেকে ভাঙাচোরা পাড়ার গলি,
গুন্গুন্ করে তুলব যে সুর, গাইব গানের কলি ।
"ভল্গা থেকে গঙ্গা" বেয়ে, বেড়াব খেলে হোলি
আমিই তোমার নতুন যুগের ইউনিকোডেড্, বেঙ্গলি ।।